All About Rabindra Sangeet

রবীন্দ্র সঙ্গীতের সব কিছু

Geetabitan.com (since 2008)

bhanusingha thakurer padabali


Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.

Go to page

Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.

Go to page

Musical events organized by this website on the occasion of Pachishe Boishakh. In the year 2014 and 2015.

2014 2015

Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.

Go to page

Bhanusingha Thakurer Padabali
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

Series of twenty two songs in Bhanusingha Thakurer Padabali. Find links to get notation.

আজু সখি মুহু মুহু

আজু, সখি, মুহু মুহু   গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু   দোঁহার পানে চায় ॥
যুবনমদবিলসিত   পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত   মুরছি জনু যায় ।
আজু মধু চাঁদনী   প্রাণউনমাদনী,
শিথিল সব বাঁধনী,   শিথিল ভই লাজ ।
বচন মৃদু মরমর   কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর   কুসুমবনমাঝ ।
মলয় মৃদু কলয়িছে,   চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে,   অঞ্চল লুটায় ।
আধফুট শতদল   বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল   চাহিতে নাহি চায় ।
অলকে ফুল কাঁপয়ি   কপোলে পড়ে ঝাঁপয়ি,
মধু-অনলে তাপয়ি   খসয়ি পড়ু পায় ।
ঝরই শিরে ফুলদল,   যমুনা বহে কলকল
হাসে শশি ঢলঢল—   ভানু মরি যায় ॥
View, print or download notation

বাদরবরখন নীরদগরজন

বাদরবরখন, নীরদগরজন,   বিজুলী চমকন ঘোর,
উপেখই কৈছে আও তু কুঞ্জে  নিতিনিতি, মাধব মোর ।
ঘন ঘন চপলা চমকয় যব পহু,  বজরপাত যব হোয়,
তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম,  ডর অতি লাগত মোয় ।
অঙ্গবসন তব ভীঁখত মাধব,  ঘন ঘন বরখত মেহ,
ক্ষুদ্র বালি হম, হমকো লাগয়  কাহ উপেখবি দেহ ॥
বইস বইস, পহু, কুসুমশয়ন-'পর  পদযুগ দেহ পসারি ।
সিক্ত চরণ তব মোছব যতনে  কুন্তলভার উঘারি ।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর,  রাখ বক্ষ-'পর মোর ।
তনু তব ঘেরব পুলকিত পরশে  বাহুমৃণালক ডোর।
ভানু কহে, বৃকভানুনন্দিনী,  প্রেমসিন্ধু মম কালা
তোঁহার লাগয়, প্রেমক লাগয়  সব কছু সহবে জ্বালা ॥
View, print or download notation

বজাও রে মোহন বাঁশি

         বজাও রে মোহন বাঁশি !
সারা দিবসক   বিরহদহনদুখ  মরমক তিয়াষ নাশি ॥
রিঝমন-ভেদন  বাঁশরিবাদন  কঁহা শিখলি রে কান ! –
হানে থিরথির,  মরম-অবশকর  লহু লহু মধুময় বাণ ।
ধসধস করতহ  উরহ বিয়াকুলু,  ঢুলু ঢুলু অবশ নয়ান ।
কত শত বরষক  বাত সোঁয়ারয়,  অধীর করয় পরান ।
কত শত আশা   পূরল না বঁধু,  কত সুখ করল পয়ান ।
পহু গো কত শত পীরিতযাতন  হিয়ে বিঁধাওল বাণ ।
হৃদয় উদাসয়,  নয়ন উছাসয়  দারুণ মধুময় গান । 
সাধ যায় ইহ  যমুনা-বারিম  ডারিব দগধ পরান ।
সাধ যায় বঁধু,  রাখি চরণ তব  হৃদয়মাঝ হৃদয়েশ –
হৃদয়জুড়াওন  বদনচন্দ্র তব  হেরব জীবনশেষ ।
সাধ যায় ইহ   চাঁদমকিরণে,  কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে   প্রাণ মিশায়ব  বাঁশিক সুমধুর গানে ।
প্রাণ ভৈবে মঝু   বেণুগীতময়,  রাধাময় তব বেণু ।
জয় জয় মাধব,   জয় জয় রাধা,  চরণে প্রণমে ভানু ॥
View, print or download notation

বার বার সখি

বার বার সখি, বারণ করনু,  ন যাও মথুরাধাম।
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম ।
ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্,  লইলি কাহারই নাম । 
বোল তো সজনি, মথুরা-অধিপতি  সো কি হমারই শ্যাম । 
ধনকো শ্যাম সো, মথুরাপুরকো,  রাজ্যমানকো হোয় ।
নহ পীরিতিকো, ব্রজকামিনীকো,  নিচয় কহনু ময় তোয় । 
যব তুঁহু ঠারবি সো নব নরপতি  জনি রে করে অবমান –
ছিন্নকুসুমসম ঝরব ধরা-'পর,  পলকে খোয়ব প্রাণ ।
বিসরল বিসরল সো সব বিসরল  বৃন্দাবনসুখসঙ্গ –
নব নগরে, সখি, নবীন নাগর -  উপজল নব নব রঙ্গ ।
ভানু কহত, অয়ি বিরহকাতরা,  মনমে বাঁধহ থেহ –
মুগুধা বালা, বুঝই বুঝলি না,  হমার শ্যামক লেহ ॥
View, print or download notation

বসন্ত আওল রে

           বসন্ত আওল রে !
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী  কানন ছাওল রে ।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম  হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব  দূর দূর চলি গেল ।
মরমে বহই বসন্তসমীরণ,  মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ-'পর বোলই কুহু কুহু  অহরহ কোকিলকুল ।
সখি রে, উচ্ছল প্রেমভরে অব  ঢলঢল বিহ্বল প্রাণ,
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে  গায় রভসরসগান !
বসন্তভূষণভূষিত ত্রিভুবন  কহিছে- দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,  হৃদিবসন্ত সো মাধা !
ভানু কহে - অতি গহন রয়ন অব,  বসন্তসমীরশ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল  ফুল্ল বাসনা-বাসে ॥
View, print or download notation

বঁধুয়া হিয়া পর আও রে

          বঁধুয়া, হিয়া- 'পর আও রে !
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,  হমার মুখ- 'পর চাও রে !
যুগ-যুগ-সম কত দিবস বহয়ি গল,  শ্যাম তু আওলি না –
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-'পর  মুরলি বজাওলি না !
লয়ি গলি সাথ বয়ানক হাস রে,  লয়ি গলি নয়ন-আনন্দ !
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন,  কঁহি তব ও মুখচন্দ !
ইথি ছিল আকুল গোপনয়নজল,  কথি ছিল ও তব হাসি !
ইথি ছিল নীরব বংশীবটতট,  কথি ছিল ও তব বাঁশি !
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ  ক্ষণে ভেল অবসান ।
লেশ হাসি তুঝ দূর করল রে  বিপুল খেদ-অভিমান ।
ধন্য ধন্য রে, ভানু গাহিছে  প্রেমক নাহিক ওর ।
হরখে পুলকিত জগত-চরাচর  দুঁহুঁক প্রেমরস-ভোর ॥
View, print or download notation

গহন কুসুমকুঞ্জ মাঝে

গহন কুসুমকুঞ্জ-মাঝে  মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো ॥
পিনহ চারু নীল বাস,   হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো ॥
ঢালে কুসুম সুরভভার,  ঢালে বিহগ সুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার   বিমল রজতভাতি রে ।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,   অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে     বকুল যূথি জাতি রে ॥
দেখ, লো সখি, শ্যামরায়  নয়নে প্রেম উথল যায় —
মধুর বদন অমৃতসদন  চন্দ্রমায় নিন্দিছে ।
আও আও সজনিবৃন্দ,  হেরব সখি শ্রীগোবিন্দ—
শ্যামকো পদারবিন্দ   ভানুসিংহ বন্দিছে ॥
View, print or download notation

হম যব না রব সজনী

হম যব না রব সজনী,
নিভৃত বসন্ত-নিকুঞ্জবিতানে
আসবে নির্মল রজনী,
মিলনপিপাসিত আসবে যব সখি
শ্যাম হমারি আশে,
ফুকারবে যব রাধা রাধা
মুরলী ঊরধ শ্বাসে,
যব সব গোপিনী আসবে ছুটই,
যব হম আসব না,
যব সব গোপিনী জাগবে চমকই,
যব হম জাগব না,
তব কি কুঞ্জপথ হমারি আশে
হেরবে আকুল শ্যাম ?
বন বন ফেরই সো কি ফুকারবে
রাধা রাধা নাম ?
না যমুনা, সো এক শ্যাম মম,
শ্যামক শত শত নারী —
হম যব যাওব শত শত রাধা
চরণে রহবে তারি ।
তব সখি যমুনে, যাই নিকুঞ্জে,
কাহ তয়াগব দে ?
হমারি লাগি এ বুন্দাবনমে,
কহ সখি, রোয়ব কে ?
ভানু কহে চুপি — মানভরে রহ,
আও বনে, ব্রজনারী,
মিলবে শ্যামক থরথর আদর
ঝরঝর লোচনবারি ॥
View, print or download notation

হম সখি দারিদ নারী

     হম সখি দারিদ নারী !
জনম অবধি হম পীরিতি করনু
     মোচনু লোচন-বারি ।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ
     দুখিনী আহির জাতি,
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম
     যৌবন গরবে মাতি ।
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি
     পীরিত করনে জানি;
এক নিমিখ পল, নিরখি শ্যাম জনি
     সোই বহুত করি মানি ।
কুঞ্জ পথে যব নিরখি সজনি হম,
শ্যামক চরণক চীনা,
শত শত বেরি ধূলি চুম্বি সখি,
     রতন পাই জনু দীনা ।
নুঠুর বিধাতা, এ দুখ-জনমে
     মাঙব কি তুয়া পাশ !
জনম অভাগী, উপেখিতা হম,
     বহুত নাহি করি আশ,—
দূর থাকি হম রূপ হেরইব,
     দূরে শুনইব বাঁশি ।
দূর দূর রহি সুখে নিরীখিব
     শ্যামক মোহন হাসি ।
শ্যাম-প্রেয়সি রাধা ! সখিলো !
     থাক' সুখে চিরদিন !
তুয়া সুখে হম রোয়ব না সখি
     অভাগিনী গুণ হীন ।
অপন দুখে সখি, হম রোয়ব লো,
     নিভৃতে মুছইব বারি ।
কোহি ন জানব, কোন বিষাদে
     তন-মন দহে হমারি ।
ভানু সিংহ ভনয়ে, শুন কালা
     দুখিনী অবলা বালা—
উপেখার অতি তিখীনি বাণে
     না দিহ না দিহ জ্বালা ।
View, print or download notation

হৃদয়ক সাধ মিশাওল

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,  কণ্ঠে বিমলিন মালা ।
বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা ॥
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব,  বিফল এ পীরিতি লেহা—
বিফল রে এ মঝু জীবন যৌবন,  বিফল রে এ মঝু দেহা ॥
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন-জল,  চল সখি চল গৃহকাজে,
 মালতিমালা রাখহ বালা, ছি ছি সখি মরু মরু লাজে ।
সখি লো দারুণ আধিভরাতুর  এ তরুণ যৌবন মোর,
সখি লো দারুণ প্রণয়হলাহল  জীবন করল অঘোর ॥
তৃষিত প্রাণ মম দিবসযামিনী  শ্যামক দরশন আশে,
আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে ।
        সজনি, সত্য কহি তোয়,
খোয়াব কব হম শ্যামক প্রেম  সদা ডর লাগয়ে মোয় ।
হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে,
বাত ন বোলবে, বদন ন হেরবে, মরিব হলাহল ভখি রে ।
ঐস বৃথা ভয় না কর বালা,  ভানু নিবেদয় চরণে,
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,  নহি টুটে জীবন-মরণে ॥
View, print or download notation

কো তুঁহু বোলবি মোয়

কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,  আঁখউপর তুঁহু রচলহি আসন,
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ।   কো তুঁহু বোলবি মোয় !
হৃদয়কমল তব চরণে টলমল,  নয়নযুগল মম উছলে ছলছল,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ।  কো তুঁহু বোলবি মোয় !
বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে,  হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে,
উতল প্রাণ উতরোয় ।   কো তুঁহু বোলবি মোয় !
হেরি হাসি তব মধুঋতু ধাওল,  শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,
চরণকমলযুগ ছোঁয় ।  কো তুহু বোলবি মোয় !
গোপবধূজন বিকশিতযৌবন,  পুলকিত যমুনা, মুকুলিত উপবন,
নীলনীর'পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খোয়  কো তুঁহু বোলবি মোয় !
তৃষিত আঁখি, তব মুখ'পর বিহরই,  মধুর পরশ তব রাধা শিহরই,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থোয় ।  কো তুঁহু বোলবি মোয় !
কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি,  অনুদিন সঘন নয়নজল মুছয়ি,
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি,
জনম চরণ 'পর গোয় ।  কো তুঁহু বোলবি মোয় !
View, print or download notation

মাধব না কহ আদরবাণী

মাধব, না কহ আদরবাণী,  না কর প্রেমক নাম । 
জানয়ি মুঝকো অবলা সরলা  ছলনা না কর শ্যাম ।
কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,  পীরিত করসি তু মোয় ?
ভালে ভালে হম অলপে চিহ্ননু,  না পতিয়াব রে তোয় ।
ছিদল-তরী-সম কপট প্রেম-'পর  ডারনু যব মনপ্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে  অব কুত নাহিক ত্রাণ ।
মাধব, কঠোর বাত হমারা  মনে লাগল কি তোর ?
মাধব, কাহ তু মলিন করলি মুখ,  ক্ষমহ গো কুবচন মোর !
নিদয় বাত অব কবহুঁ ন বোলব,  তুঁহু মম প্রাণক প্রাণ ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব  ছোড়য়ি কুবচনবাণ
মিটল মান অব— ভানু হাসতহিঁ  হেরই পীরিতলীলা ।
কভু অভিমানিনী, আদরিণী কভু  পীরিতিসাগর বালা ॥
View, print or download notation

মরণ রে তুঁহুঁ মম

          মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান ।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,  রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব  মৃত্যু-অমৃত করে দান ॥
আকুল রাধা-রিঝ অতি জরজর,  ঝরই নয়নদউ অনুখন ঝরঝর—
তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর,  তুঁহুঁ মম তাপ ঘুচাও ।
          মরণ, তু আও রে আও ।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি,  আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,  নীদ ভরব সব দেহ ।
তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি,  রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন—  অতুলন তোঁহার লেহ ।
গগন সঘন অব, তিমিরমগন ভব,  তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,
শালতালতরু সভয়-তবধ সব—  পন্থ বিজন অতি ঘোর ।
একলি যাওব তুঝ অভিসারে,  তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে—
ভয়বাধা সব অভয় মুরতি ধরি,  পন্থ দেখায়ব মোর ।
ভানু ভণে— 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে  চঞ্চল চিত্ত তোহারি ।
জীবনবল্লভ মরণ-অধিক সো,  অব তুঁহুঁ দেখ বিচারি ॥'
View, print or download notation

সজনি সজনি রাধিকা লো

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া ।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া ।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া ।
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে ।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া ।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা ।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া ।
View, print or download notation

সখিরে পীরিত বুঝবে কে

সখিরে— পীরিত বুঝবে কে !
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী বোলব, শুনবে কে ।
রাধিকার অতি অন্তর বেদন কে বুঝবে অয়ি সজনী ।
কে বুঝবে সখি রোয়ত রাধা কোন দুখে দিনরজনী ।
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও— কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক একঠো আদরবাণী ।
মিনতি করিলো সখি শত শত বার, তু শ্যামক না দিহ গারি—
শীল মান কুল, অপনি সজনি হম চরণে দেয়নু ডারি ।
সখিলো— বৃন্দাবনকো দুরুজন মানুখ পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত হমার শ্যামক নামে ।
কলঙ্কিনী হম রাধা, সখিলো ঘৃণা করহ জনি মনমে ।
ন আসিও তব্ কবহু সজনিলো হমার অঁধা ভবনমে ।
কহে ভানু অব— বুঝবে না সখি কোহি মরমকো বাত—
বিরলে শ্যামক কহিও বেদন বৃক্ষে রাখয়ি মাথ ॥
View, print or download notation

সতিমির রজনী সচকিত সজনী

সতিমির রজনী, সচকিত সজনী শূন্য-নিকুঞ্জ-অরণ্য ।
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ ॥
নীল আকাশে, তারক ভাসে, যমুনা গাওত গান,
পাদপ-মরমর, নির্ঝর-ঝরঝর কুসুমিত বল্লিবিতান ।
তৃষিত নয়ানে, বনপথ-পানে নিরখে ব্যাকুল বালা—
দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা ।
সহসা রাধা চাহল সচকিত দূরে খেপল মালা—
কহল, সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা ।
চকিত গহন নিশি, দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে—
কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে ।
ভণে ভানু— অব শুন গো কানু, পিয়াসিত গোপিনীপ্রাণ ।
তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান ॥
View, print or download notation

শুন সখি বাজই বাঁশী

শুন, সখি, বাজই বাঁশী ।
শশীকরবিহ্বল নিখিল শূন্যতল   এক হরষরসরাশি ।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ,   চঞ্চল যমুনাবারি ।
কুসুমসুবাস উদাস ভইল, সখি,   উদাস হৃদয় হমারি ।
বিগলিত মরম, চরণ খলিতগতি,   শরম ভরম গয়ি দূর ।
নয়ন বারিভর, গরগর অন্তর,   হৃদয় পুলকপরিপূর ।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,   সো কি হমারই শ্যাম ॥
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি   বজায় হমারি নাম ॥
কত কত যুগ সখি, পুণ্য করনু হম,   দেবত করনু ধেয়ান—
তব্‌ ত মিলল, সখি, শ্যামরতন মম—   শ্যাম পরানক প্রাণ ।
শুনত শুনত তব্‌ মোহন বাঁশি,   জপত জপত তব্‌ নামে
সাধ ভইল ময়্‌ প্রাণ মিলায়ব   চাঁদ-উজল যমুনামে !
চলহ তুরিত গতি, শ্যাম চকিত অতি— ধরহ সখীজন-হাত ।
নীদমগন মহী, ভয় ডর কছু নহি,   ভানু চলে তব সাথ ॥
View, print or download notation

শুন লো শুন লো বালিকা

শুন লো শুন লো বালিকা,     রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ॥
দুলই কুসুমমুঞ্জরি,          ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে ॥
শশিসনাথ যামিনী,        বিরহবিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে ।
অধর উঠই কাঁপিয়া      সখিকরে কর আপিয়া—
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।
মৃদু সমীর সঞ্চলে         হরয়ি শিথিল অঞ্চলে,
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে ।
কুঞ্জপানে হেরিয়া,          অশ্রুবারি ডারিয়া
ভানু গায়— শূন্যকুঞ্জ,  শ্যামচন্দ্র নাহি রে ॥
View, print or download notation

শ্যাম মুখে তব মধুর

শ্যাম, মুখে তব মধুর অধরমে  হাস বিকশিত কায়
কোন স্বপন অব দেখত মাধব,   কহবে কোন হমায় !
নীদ-মেঘ-'পর স্বপনবিজলিসম  রাধা বিলসত হাসি ।
শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব  তুঁহুক প্রেমঋণরাশি ।
বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি ?  শ্যাম ঘুমায় হমারা ।
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব  শীতল জোছনধারা ।
তারকমালিনী সুন্দর যামিনী  অবহুঁ ন যাও রে ভাগি—
নিরদয় রবি, অব কাহ তু আওলি  জ্বাললি বিরহক আগি ।
ভানু কহত অব — অব রবি অতি নিষ্ঠুর  নলিন-মিলন অভিলাষে
কত নরনারীক মিলন টুটাওত  ডারত বিরহহুতাশে ॥
View, print or download notation

শ্যাম রে নিপট কঠিন

শ্যাম রে, নিপট কঠিন মন তোর !
বিরহ সাথি করি সজনী রাধা  রজনী করত হি ভোর ।
একলি নিরল বিরল-'পর বৈঠত   নিরখত যমুনা-পানে—
বরখত অশ্রু, বচন নহি নিকসত,   পরান থেহ ন মানে ।
গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি'   শূন্য কদম তরুমূলে,
ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,   কাঁদই আপন ভুলে ।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু  পরিহরি সব গৃহকাজে
চাহি শূন্য-'পর কহে করুণস্বর—  বাজে রে বাঁশরি বাজে ।
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ   রহই দূর মথুরায়—
রয়ন নিদারুণ কৈসন যাপসি,   কৈস দিবস তব যায় !
কৈস মিটাওসি প্রেম-পিপাসা,  কঁহা বজাওসি বাঁশি !
পীতবাস তুঁহুঁ কথি রে ছোড়লি,   কথি সো বঙ্কিম হাসি !
কনক-হার অব পহিরলি কণ্ঠে,  কথি ফেকলি বনমালা !
হৃদিকমলাসন শূন্য করলি রে,   কনকাসন কর আলা !
এ দুখ চিরদিন রহল চিত্তমে,   ভানু কহে— ছি ছি কালা !
ঝটিতি আও তুঁহুঁ হমারি সাথে,  বিরহ-ব্যাকুলা বালা ।
View, print or download notation

সখি লো সখি লো

সখি লো, সখি লো, নিকরুণ মাধব
মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা,
রোয়বে না সো, না দিবে বাধা —
কঠিনহিয়া সই, হাসয়ি হাসয়ি
শ্যামক করব বিদায় ।
মৃদু মৃদু গমনে আওল মাধা,
বয়নপান তছু চাহল রাধা,
চাহয়ি রহল স চাহয়ি রহল,
দণ্ড দণ্ড সখি, চাহয়ি রহল,
মন্দ মন্দ সখি, নয়নে বহল
বিন্দু বিন্দু জলধার ।
মৃদু মৃদু হাসে বৈঠল পাশে,
কহল শ্যাম কত মৃদু মধু ভাষে,
টুটয়ি গইল পণ, টুটইল মান,
গদগদ আকুলব্যাকুলপ্রাণ,
ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা,
গদগদ ভাষ নিকাশল আধা,
শ্যামক চরণে বাহু পসারি,
কহল — শ্যাম রে, শ্যাম হমারি,
রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো, রহ তুঁহু,
অনুখন সাথ সাথ রে রহ পঁহু,
তুঁহু বিনে মাধব, বল্লভ, বান্ধব,
আছয় কোন হমার !
পড়ল ভূমি'পর শ্যামচরণ ধরি,
রাখল মুখ তছু শ্যামচরণ'পরি
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি
রজনী করল প্রভাত ।
মাধব বৈসল, মৃদু মধু হাসল,
কত অশোয়াসবচন মিঠ ভাষল,
ধরইল বালিক হাত ।
সখি লো, সখি লো, বোল ত সখি লো,
যত দুখ পাওল রাধা
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে
পাওল তছু কছু আধা ?
হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি
বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি
দূর দূর চলি গেল ।
অব সো মথুরাপুরক পন্থমে,
ইঁহ যব রোয়ত রাধা,
মরমে কি লাগল তিলভর বেদন,
চরণে কি তিলভর বাধা ?
বরখি আঁখিজল ভানু কহে — অতি
দুখের জীবন ভাই ।
হাসিবার তর সঙ্গ মিলে বহু ,
কাঁদিবার কো নাই ।
View, print or download notation

শাঙনগগনে ঘোর ঘনঘটা

শাঙনগগনে ঘোর ঘনঘটা,  নিশীথযামিনী রে ।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব  অবলা কামিনী রে ॥
উন্মদ পবনে যমুনা তর্জিত,  ঘন ঘন গর্জিত মেহ ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত,  থরহর কম্পিত দেহ ।
ঘন ঘন রিম্ ঝিম্ রিম্ ঝিম্ রিম্ ঝিম্  বরখত নীরদপুঞ্জ ।
শাল-পিয়ালে তাল-তমালে  নিবিড়তিমিরময় কুঞ্জ ।
কহ রে সজনী, এ দুরুযোগে  কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত  সকরুণ রাধা নাম ।
মোতিম হারে বেশ বনা দে,  সীঁথি লগা দে ভালে ।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম  বাঁধহ চম্পকমালে ।
গহন রয়নমে ন যাও, বালা,  নওলকিশোরক পাশ ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,  কহে ভানু তব দাস ॥
View, print or download notation

Dance Dramas are currently available.

Visit the following links for detail information. More will come soon.

Forum

Geetabitan.com Forum.

Visit page

Collection of Tagore songs

By Geetabitan.com listed singers.

Visit page

Geetabitan.com singers list

Singers name, profile, photo and songs.

Visit page

Send us your recordings

To publish your song in this site.

Visit page

Collection of Chorus

By groups and institutions.

Visit page