Rabindra Sangeet Albums. Sung by the verified singers of this website. 160 talented singers & over 850 songs.
Rabindra Sangeet Collections. Sung by the verified singers of this website. Nearly 500 unique Tagore songs.
Detail information about Rabindra Sangeet. All the lyrics, notations, background history with detail musical compositions, English translation and many more.
Introduction to Correct Pronunciations of Bengali alphabets
This page explains in detail the correct pronunciation of 'ফ' in Bengali. The twenty second consonant in Bengali Barnamala (alphabet) is 'ফ'. The origin of the sound is the larynx. This sound is bilabial and both the lips touch each other during pronunciation. The written form of this sound is 'ফ'. It is pronounced as 'ফ', which is comparable to English 'ph'.
'ফ' দ্বাবিংশতিতম ব্যঞ্জন এবং 'প'-বর্গের দ্বিতীয় বর্ণ । উচ্চারণের সময় ঠোঁটদুটি পরস্পরকে স্পর্শ করে এবং তাই এই ধ্বনি বাংলা ভাষায় ওষ্ঠধ্বনি । অনেকে নীচের ঠোঁট দিয়ে ওপরের দাঁত স্পর্শ করে এর উচ্চারণ করেন, যা সঠিক নয় । মনে রাখা একান্ত দরকার বাংলায় ইংরাজী 'f' –এর উচ্চারণ নেই । তবে বিদেশী শব্দের ক্ষেত্রে এই উচ্চারণ আমাদের করতেই হয় এবং 'ফ' সম্বলিত বহু শব্দই বিদেশী ভাষা থেকে গৃহিত । যেমন – ফারসী, বরফ, লফজ ইত্যাদি । আবার বেশ কিছু বিদেশী শব্দে বাংলা ভাষার রূপ নিতেও দেখা যায় । যেমন – পাশফেল । বর্ণমালায় 'ফ' চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ।
স্বরসন্ধি –
ফ্ + অ = ফ, যেমন – ফল, ফসল (ফসোল্)
ফ্ + আ = ফা, যেমন – ফাঁক
ফ্ + ই = ফি, যেমন – ফিরে
ফ্ + ঈ = ফী, যেমন – ফী-বছর
ফ্ + উ = ফু, যেমন – ফুঁক, ফুট, ফুল
ফ্ + ঊ = ফূ,
ফ্ + ঋ = ফৃ (ফ্রি),
ফ্ + এ = ফে, যেমন – ফেরা, ফেরি
ফ্ + ঐ = ফৈ, যেমন – ফৈয়াজ
ফ্ + ও = ফো, যেমন – ফোক্লা, ফোঁস, ফোঁড়া, ফোয়ারা (ফোআরা)
ফ্ + ঔ = ফৌ, যেমন – ফৌজ (ফোউজ্)
'ফ' –এর যুক্তবর্ণ –
ম + ফ = ম্ফ (ম্ফ), যেমন – লম্ফ (লম্ফো)
ষ + ফ = ষ্ফ (শ্ফ),
স + ফ = স্ফ (স্ফ), এই সন্ধিতে ‘স’ –এর উচ্চারণ কিছুকাল আগে পর্যন্ত ‘শ’ –এর অনুরূপ ছিল, কিন্তু ইদানিং তা পরিবর্তিত হয়ে ‘স’ –এর মতো উচ্চারিত হচ্ছে । যেমন – স্ফটিক (স্ফোটিক্), স্ফীত (স্ফিতো)
ফ + য = ফ্য, শব্দের আদি বা প্রথমে থাকলে ফ্যা এবং মধ্যে বা অন্তে থাকলে দ্বিত্বের ভাব (ফ্ফ) প্রকাশিত হয় ।
ফ + র = ফ্র (ফ্র), যেমন – ফ্রি (ফ্রি)
ফ + ল = ফ্ল (ফ্ল), যেমন – ফ্লানেল (ফ্লানেল্)
More related guidelines for how to sing Tagore song. Visit the links below.
Introduction to Correct Pronunciations of Bengali alphabets